• +8801711353686
  • info@whrcrs.com
  • 325 East Rampura,Tv Road
  • Rampura, Dhaka-1219
  • 24
  • Saterday - Thursday
মহাসচিব, এসএম উজ্জ্বল হোসেন,

মানবতা হোক মানুষের জন্য,

মানবতা তখনই পরিপূরক হয় যখন তা যথাযথ স্থানে প্রয়োগ করা হয়। অন্যথায় মানবতা কথাটির প্রকৃত মূল্যায়ন হয় না। প্রতিটি মানুয়ের ভিতর যেমন মানবতা বিরাজমান থাকেনা তেমনি সব ক্ষেত্রে মানবতার প্রকাশ ঘটানো যায়না।

মানুষ থেকে মানবতার সৃষ্টি আবার সেই মানুষ দ্বারাই মানবতার ধ্বংস হয়।প্রতিনিয়ত দেখা যায় একজন মানুষ অন্য একজন মানুষের সবচাইতে দুবর্ল দিকটি খোঁজে আর সেই দূর্বলতার ওপর সময় বুঝে চরম ভাবে আঘাত করে। মানবতা হিংস্র রূপ ধারণ করে যখন মানুষ অভাবগ্রস্ত ও দূর্বল হয় ।

চলমান সমাজে অধিকাংশ ক্ষেত্রে মানবতার দোহাই দিয়ে চলে হাজারো অপরাধ। মানবতা শব্দের সাথে গভীরভাবে জড়িয়ে আছে নিঃস্বার্থতা, মানুষ যখন মানুষের কল্যাণ মূলক কাজ করে সেটা সম্পূর্ণ স্বার্থের বাইরে থাকা উচিৎ। বতর্মান নিঃস্বার্থ ভাবে কাজ করা মানুষ খুজে  পাওয়া যায় না , মানুষ দেখায় একটা করে আরেকটা ।

আমাদের দেশে মানবকল্যাণ, মানবসেবা, মানবাধিকার সংস্থা বিভিন্ন নামে চলমান রয়েছে তাদের নিধাির্রত দায়িত্ব পালন করে কিনা সন্দেহ রয়েছে ।বেশির ভাগ দেখা যায় সংস্থার লোকজনদের টাকা হয়ে গেলে হারিয়ে যায়, ভূলে যায় অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কথা।

শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে কোথাও বাদ নেই মানবতাবাদী ব্যক্তির উপস্থিতি। শুধু মুখে মুখে তারা মানবতাপ্রেমী বল্লেও অন্তরে ভিন্ন, যেনো নিজের জন্যই সব।স্বার্থন্বেষী মানুষদের লক্ষ্য শহর থেকে গ্রামে যেখানেই দৃষ্টি ফেলা হয় মানব কল্যাণের নামে  নিজেদের দিকে আকৃষ্ঠ করাই মূল উদ্দেশ্য । মানুষের অধিকার নিয়ে কথা বলার মতো মানুষ নেই, যদিও গুটি কয়েক মানুষ সঠিক লক্ষে কাজ করে যাচ্ছে তাদের দিকে সমাজের মানুষের নেতিবাচক মনোভাব।

১৯৭১ সালে রক্তক্ষয়ী নয় মাস যুদ্ধ হয়েছিলো অধিকার আদায়ের জন্য সেদিন তা সম্ভব হলেও আজ সেটা বিলুপ্ত। সবাই বঞ্চিত না হলেও বেশির ভাগ মানুষ অধিকার থেকে বঞ্চিত শুধু মাত্র ক্ষমতা ও অথের্র জোরে অনেকেই কিনে নিয়েছে তাদের নিজস্ব অধিকার, তাদের ক্ষমতার কাছে বিক্রি হচ্ছে আইন ও মানবতা।

অনেকেই মানবাধিকার কর্মি পরিচয় দিলেও তাদের জানা নেই আইনের জ্ঞ্যন শুধু পরিচয় বহণ করে চলে।তারা জানেনা আইন ভঙ্গ হলেই মানবাধিকার লঙ্ঘিত হয় এদুটি সমান্তরাল গতিতে চলে কোনোটির ব্যত্যয় ঘটলে সমাজ বিনষ্ঠ হয় ঘঠে মানবাধিকার লঙ্ঘন।

আমাদের সমাজ কখনো নোংরা ছিলোনা আজও নেই বরং নোংড়া মানুষের বিবেক, মানসিকতা, নৈতিকতাবোধ। সমাজের কিছু অংশে যখন পচন ধরে তখন সর্ব ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। যেখানে অর্থ ও ক্ষমতার কাছে সকল কিছু হেরে যায়  সেখানে মানবতা কিভাবে রেহাই পাবে? চোখের সামনে না খেয়ে মাটিতে লুটিয়ে পড়ছে অসহায় খুদার্থ  মানুষ তাদের দিকে তাকানোর ইচ্ছে টুকু নেই তারা কি করে নিজেদেরে মানুষ বলে পরিচয় দেয়।

কেউ খুন করে বাইরে ঘুরে বেড়ায় আবার কেউ ট্রাফিক আইন অমান্য করে জেল খাটে এটাই বর্তমান সমাজের অবস্থা । মানুষ আজ বড় অদ্ভুদ স্বভাবের কখনো সে ইমানদার কখনো সে জনদরদি আবার সেই ব্যাক্তিই পশুর চেয়ে হিংস্র।সমাজে এমন ব্যাক্তির সংখ্যা কম নয় তারা চায় নিজের অবস্থান শক্তিশালী হোক তাদের রুপ ভিন্ন ভিন্ন চেনা বড় দায়।

সমাজসেবক, মানবতাবাদী, মানবতাপ্রেমী ব্যক্তির উদ্ভব ঘটছে নিয়মিত কিন্তু তারা হারিয়ে যায়, নিজের অন্তরকে পরিশুদ্ধ করে এগিয়ে যেতে হবে মানুষের জন্য জানতে হবে আইনের ব্যাখ্যা তবেই মানুষ তার অধিকার ফিরে পাওয়ার নিশ্চয়তা পাবে ।আমাদের সমাজে প্রকৃত মানবতাপ্রেমী ও সমাজসেবককে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে ।মানুষ ও সমাজের এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তির জন্য আইন ও বিচার বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগকে সচেতন হতে হবে। যারা ক্ষমতার মাধ্যমে মানবতা ভঙ্গ করে তাদের প্রতি রাষ্ট্রের দৃষ্টি দিতে হবে। ভুয়া মানবধিকার সংস্থাগুলো আইনের আওতায় আনা প্রয়োজন, অন্যথায় মানুষ পথে পথে প্রতারিত হবে।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি কর্তৃক কর্ম-পরিকল্পনা :
০১। বিভিন্ন দেশের এম্বাসি ও দায়িত্ব প্রাপ্তদের সাথে সম্পর্কের উন্নয়ন।
০২। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা গ্রহণ।
০৩। সংস্থা কর্তৃক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে সহায়তা প্রদান।
০৪। জীবিত ও মৃত মুক্তি যোদ্ধা পরিবারের তালিকা করণ ও সহযোগিতা প্রদান।
০৫। মহৎ কাজে আত্মনিবেদন কারীদের মূল্যায়ন।
০৬।কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, গবেষক ও গুনীজনদের সম্মাননা প্রদান।
০৭। নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গের বৈষম্য দুরীকরন সহযোগিতা করা।
০৮। ঝুকিপূর্ণ শিশুশ্রম,বাল্যবিবাহ বন্ধ, ভাসমান পথশিশুদের পুনর্বাসন,প্রতিবন্ধিদের সহায়তা এবং এসিড দগ্ধ মানুষের কর্মসংস্হান বাস্তবায়নের লক্ষে কাজ করা ।
০৯ । সুস্থ ধারার চলচ্চিত্র ও প্রকাশনা প্রচার-সম্প্রচারে ভূমিকা গ্রহন।
১০।ভেজাল খাদ্য ও ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহনে সহযোগিতা প্রদান।
১১। ভূমি জালিয়াতী ও প্রতারকদের বিরুদ্ধে সামাজিক অবস্থান নিশ্চিত করা।
১২। প্রবাসীদের হয়রানী বন্ধে ও নিরপত্তা প্রদানে বিশেষ ভূমিকা৷ পালন।
১৩। আইনশৃংখলা বাহিনীর তদন্ত কাজে সহায়তা প্রদান।
১৪। পরিবেশ ও প্রাকৃতিক দূর্যোগে পাসে থাকা।
১৫। মাদক ও নেশাজাত দ্রব্য নিষিদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
১৬। সামাজিক অবক্ষয় রোধে সর্বাত্তক সহযোগিতা করা ।
১৭। সরকার নিযুক্ত কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সাথে স্থানীয় জনসাধারনের ত্রৈমাসিক সম্মেলনের আয়োজন করা।
১৮। পরিকল্পিত আবাসন নির্মান ও অবৈধ্য স্থাপনা অপস্বারনে সার্বিক সহযোগিতা করা।
১৯।তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার ও অপব্যবহার সচেতনতা বৃদ্ধি।
২০। সকল প্রকার নির্যাতন বন্ধে সোচ্চার ভূমিকা গ্রহন।
২১। সম্পদের সুষম বন্টনে ভূমিকা গ্রহন ।
মানবিক সেবায় যুক্ত হতে:-
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি
মানবাধিকার রক্ষা ও অপরাধ অনুসন্ধান মূলক সংস্থা …
(কেন্দ্রীয় কমিটি) গভঃরেজিঃ নং-S-6486
এস এম উজ্জ্বল হোসেন 
মহাসচিব, 
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স সোসাইটি 
প্রধান কার্যালয়ঃ-
৩২৫ পূর্ব রামপুরা, টিভি রোড, ঢাকা-১২১৯।

worldhumanrights2019@gmail.com

+8801711353686,+8801909954292,
+8801712090646
ফেসবুক পেইজে আমরা