• +8801711353686
  • info@whrcrs.com
  • 390/A.West Rampura,5th Floor, DIT Road,Dhaka-1219
  • Rampura, Dhaka-1219
  • 24
  • Saterday - Thursday
মানবতা হোক মানুষের জন্য ।
মানবতা হোক মানুষের জন্য,

মানবতা হোক মানুষের জন্য,

মানবতা তখনই সর্বোৎকৃষ্ট পর্যায়ের যখন তা পরিপূর্ণ ভাবে যথাযথ স্থানে প্রয়োগ করা হয়। অন্যথায় মানবতা কথাটির প্রকৃত অর্থ প্রকাশ পায় না। সবার অন্তরে যেমন মানবতা বিরাজমান নয় তেমনই সব ক্ষেত্রে মানবতার বহিঃপ্রকাশ ঘটেনা।

মানুষ থেকে মানবতার সৃষ্টি আবার মানুষ দ্বারাই মানবতার ধ্বংস হয়। সর্ব অবস্থায় একজন মানুষ অন্য একজন মানুষের সবচাইতে দুবর্ল দিকটি খোঁজে আর সময় বুঝে চরম ভাবে আঘাত করে। মানবতা হিংস্র রূপ ধারণ করে যখন মানুষ অভাবগ্রস্ত ও দূর্বল হয় ।

চলমান সমাজে অধিকাংশ ক্ষেত্রে মানবতার দোহাই দিয়ে চলে হাজারো অনৈতিকতা। মানবতা শব্দের সঙ্গে গভীরভাবে যে শব্দটি জড়িয়ে আছে তা হচ্ছে নিঃস্বার্থতা, কারণ কোনো ব্যক্তি যখন মানুষের কল্যাণে কাজ করে তখন তা থাকে সম্পূর্ণ স্বার্থের বাইরে। বতর্মানে মানুষ নিঃস্বার্থ ভাবে কাজ করে তা সঠিক করে বলা যাবে না , মানুষ দেখায় একটা করে আরেকটা ।

বতর্মান আমাদের দেশে মানবকল্যাণ, মানবসেবা, মানবাধিকার সংস্থা নামে যে সংগঠনগুলো ভাসমান রয়েছে তাদের নিধাির্রত নীতি অনুযায়ী কাজ করে কিনা সন্দেহ রয়েছে কারণ কিছুদিনের মধ্যে এসব সংস্থার লোকজনদের টাকা হয়ে গেলে হারিয়ে যায় ভূলে যায় অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কথা।

শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে কোথাও বাদ নেই মানবতাবাদী ব্যক্তির উপস্থিতি। শুধু মুখে মুখে তারা মানবতাপ্রেমী বল্লেও অন্তরে ভিন্ন যেনো নিজের জন্যই সব।স্বার্থন্বেষী মানুষদের লক্ষ্য শহর থেকে গ্রামে যেখানেই দৃষ্টি ফেলা হয় মানব কল্যাণের নামে  নিজেদের দিকে আকৃষ্ঠ করাই মূল উদ্দেশ্য । মানুষের অধিকার নিয়ে কথা বলার মতো মানুষ নেই, যদিও গুটি কয়েক মানুষ সঠিক লক্ষে কাজ করে যাচ্ছে তাদের দিকে সমাজের মানুষের নেতিবাচক মনোভাব।

১৯৭১ সালে রক্তক্ষয়ী নয় মাস যুদ্ধ হয়েছিলো অধিকার আদায়ের জন্য সেদিন তা সম্ভব হলেও আজ সেটা বিলুপ্ত। সবাই বঞ্চিত না হলেও বেশির ভাগ মানুষ অধিকার থেকে বঞ্চিত শুধু মাত্র ক্ষমতা ও অথের্র জোরে অনেকেই কিনে নিয়েছে তাদের নিজস্ব অধিকার, যাদের ক্ষমতার কাছে বিক্রি হচ্ছে আইন ও মানবতা।

একদল মানবাধিকার কর্মি নিজেদের পরিচয় দিলেও তারা সুবিধাবাদি কারণ তাদের নেই আইনের জ্ঞ্যন শুধু পরিচয় বহণ করে চলে।তাদের জানা নেই আইন ভঙ্গ হলেই মানবাধিকার লঙ্ঘিত হয় এদুটি সমান্তরাল গতিতে চলে কোনোটির ব্যত্যয় ঘটলে সমাজ বিনষ্ঠ হয় ঘঠে মানবাধিকার লঙ্ঘন।

আমাদের সমাজ কখনো নোংরা নয় বরং নোংড়া মানুষের বিবেক, মানসিকতা, নৈতিকতাবোধ। সমাজের কিছু অংশে যখন পচন ধরে তখন সর্ব ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। যেখানে অর্থ ও ক্ষমতার কাছে সকল কিছু হেরে যায়  সেখানে মানবতা কিভাবে রেহাই পাবে? চোখের সামনে না খেয়ে মাটিতে লুটিয়ে পড়ছে অসহায় খুদার্থ  মানুষ তাদের দিকে তাকানোর ইচ্ছে টুকু নেই তারা কি করে নিজেদেরে মানুষ মানুষ বলে পরিচয় দেয়।

কেউ খুন করে বাইরে ঘুরে বেড়ায় আবার কেউ ট্রাফিক আইন অমান্য করে জেল খাটে এটাই বর্তমান সমাজের অবস্থা । মানুষ আজ বড় অদ্ভুদ স্বভাবের কখনো সে ইমানদার কখনো সে জনদরদি আবার সেই ব্যাক্তিই পশুর চেয়ে হিংস্র।সমাজে এমন ব্যাক্তির সংখ্যা কম নয় তারা চায় নিজের অবস্থান শক্তিশালী হোক তাদের রুপ ভিন্ন ভিন্ন চেনা বড় দায়।

সমাজসেবক, মানবতাবাদী, মানবতাপ্রেমী ব্যক্তির উদ্ভব ঘটছে নিয়মিত কিন্তু তারা হারিয়ে যায়, নিজের অন্তরকে পরিশুদ্ধ করে এগিয়ে যেতে হবে মানুষের জন্য জানতে হবে আইনের ব্যাখ্যা তবেই মানুষ তার অধিকার ফিরে পাওয়ার নিশ্চয়তা পাবে ।আমাদের সমাজে প্রকৃত মানবতাপ্রেমী ও সমাজসেবককে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে ।মানুষ ও সমাজের এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তির জন্য আইন ও বিচার বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগকে সচেতন হতে হবে। যারা ক্ষমতার মাধ্যমে মানবতা ভঙ্গ করে তাদের প্রতি রাষ্ট্রের দৃষ্টি দিতে হবে। ভুয়া মানবধিকার সংস্থাগুলো আইনের আওতায় আনা প্রয়োজন, অন্যথায় মানুষ পথে পথে প্রতারিত হবে।

ফেসবুক পেইজে আমরা