• +8801711353686
  • info@whrcrs.com
  • 390/A.West Rampura,5th Floor, DIT Road,Dhaka-1219
  • Rampura, Dhaka-1219
  • 24
  • Saterday - Thursday
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি।
সংস্থার কার্যপ্রনালী :
১। সরকার/রাষ্ট্রীয় কাজে দায়িত্ব পালন ।
২। মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা রক্ষা ও সহযোগিতা প্রদান।
৩। সমাজ সেবা ও জন-মানুষের কল্যাণে  আত্মনিবেদন কারীদের মূল্যায়ন।
৪। কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, গবেষক ও গুনীজনদের সম্মাননা প্রদান।
৫। ঝুকিপূর্ণ শিশুশ্রম রোধ ,বাল্যবিবাহ বন্ধ, ভাসমান পথশিশুদের কারিগরি শিক্ষা, প্রতিবন্ধিদের পুনর্বাসন সহায়তা।
৬। রাষ্ট্র-বিরোধী, সামাজিক অবক্ষয়, অশ্লীল   চলচ্চিত্র প্রচার-সম্প্রচার বন্ধে আইনী উদ্যোগ।
৭।ভেজাল খাদ্য ও ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় ভূমিকা গ্রহণ ।
৮। ভূমি জালিয়াত ও দখলদারদের  বিরুদ্ধে সামাজিক ও আইনগত ব্যবস্থায় ভূমিকা গ্রহণ ।
৯। প্রবাসীদের হয়রানী বন্ধে ও পারিবারিক নিরপত্তা প্রদানে ভূমিকা গ্রহণ।
১০। এসিড দগ্ধ ও তৃতীয় লিঙ্গের মানুষের বৈষম্য দূরীকরণ ও কর্মসংস্হান বাস্তবায়নের লক্ষে কাজ করা।
১১। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাসে থাকা।
১২। মাদক ও নেশাজাত দ্রব্যের ব্যবহার ও বিক্রয় রোধে আইনগত সহযোগিতা প্রদান।
১৩। সামাজিক অবক্ষয় রোধে সর্বাত্তক নজরদারি সৃষ্টি করা।
১৪। সরকার নিযুক্ত কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সাথে স্থানীয় জনসাধারনের ত্রৈমাসিক সম্মেলনের আয়োজন করা।
১৫। অপরিকল্পিত আবাসন নির্মানে আইনী পদক্ষেপ গ্রহনে সহযোগিতা প্রদান।
১৬।তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার ও অপব্যবহারে সচেতনতা বৃদ্ধি।
১৭। সকল প্রকার নির্যাতন বন্ধে সোচ্চার ভূমিকা গ্রহন।
১৮। আইনশৃংখলা বাহিনীর তদন্ত কাজে সহায়তা প্রদান।
১৯। সম্পদের সুষম বন্টনে ভূমিকা গ্রহন ।
২০। আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ও  অংশগ্রহণ ।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি। রেজি: নং-S-6486
প্রধান কার্যালয়ঃ-
৩৯০/এ,পশ্চিম রামপুরা, ডিআইটি রোড, ঢাকা-১২১৯।

Email:-worldhumanrights 2019@gmail.comM

obile: +8801711353686,+8801909954292

ফেসবুক পেইজে আমরা