• +8801711353686
  • info@whrcrs.com
  • 390/A.West Rampura,5th Floor, DIT Road,Dhaka-1219
  • Rampura, Dhaka-1219
  • 24
  • Saterday - Thursday
সংস্থার কল্যাণ মূলক প্রকল্প সমুহ ।

সংস্থার কল্যাণ মূলক প্রকল্প সমুহ ।

উল্লেখযোগ্যঃ
১। সংস্থার কার্যনির্বাহী পরিষদ দ্বারা সারাদেশে দক্ষ সংগঠকদের দায়িত্ব প্রদান।
২। দেশের সকল পূরনো কমিটির নতুন ভাবে অনুমোদন প্রদান।
৩। জেলা,উপজেলায় কমিটি প্রদান এবং তদন্ত কর্মকর্তা ও সমন্বয় অফিসার নিয়োগ।
৪। বহিঃবিশ্বে কান্ট্রি এক্সিকিউটিভ কমিটি প্রদান ।
৫। বিভিন্ন দেশের এম্বাসি ও দায়িত্ব প্রাপ্তদের সাথে সম্পর্ক্য উন্নয়ন।
৬। সংস্থা কর্তৃক রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সহযোগিতা প্রদান।
৭। মৃত ও জীবিত মুক্তিযোদ্ধা পরিবারের তালিকা ও সহযোগিতা প্রদান।
৮। মহৎ কাজে আত্মনিবেদন কারীদের মূল্যায়ন।
৯।কবি সাহিত্যিক লেখক সাংবাদিক ও গবেষক গুনীজন সম্মাননা প্রদান।
১০। মানবজাতী ও তৃতীয় লিঙ্গের বৈষম্য দুর করন।
১১। ঝুকিপূর্ণ শিশুশ্রম,বাল্যবিবাহ বন্ধ, ভাসমান পথশিশুদের পুনর্বাসন, প্রতিবন্ধিদের সহায়তা এবং এসিড দগ্ধ মানুষের কর্মসংস্হান বাস্তবায়ন।
১২। সুস্থ ধারার বিনোদন ও শিক্ষা মূলক সম্প্রচার নীতিমালা নিয়ন্ত্রন ।
১৩।ভেজাল খাদ্য ও ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠানে আইনী প্রয়োগ।
১৪। ভূমি জালিয়াত ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর অবস্থান।
১৫। প্রবাসীদের হয়রানী বন্ধ ও নিরপত্তা প্রদান ।
১৬। আইনশৃংখলা বাহিনীর তদন্ত কাজে সহায়তা প্রদান ।
১৭। পরিবেশ ও জলবায়ু বিপর্যয় রোধে সহযোগিতা প্রদান ।
১৮। মাদক ও নেশাজাত দ্রব্য নিষিদ্ধে ভুমিকা ।
১৯। সামাজিক অবক্ষয় রোধে সর্বাত্তক সহযোগিতা প্রদান ।
২০। সরকার নিযুক্ত কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সাথে স্থানীয় জনসাধারনের ত্রৈমাসিক সম্মেলন ।
২১। অপরিকল্পিত আবাসন নির্মান ও অবৈধ্য স্থাপনা অপস্বারণ কাজে সহযোগিতা প্রদান ।
২২। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশেষ ভূমিকা।
২৩। তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার ও অপব্যবহার সচেতনতা বৃদ্ধি।
২৪। শিক্ষা মূলক তথ্যচিত্র ও ডকুন্টোরী নির্মান।

রাষ্ট্রীয় অনুমোদন ও প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে উল্লেখিত বিষয় সহ নানা ধরনের কল্যাণ মুলক কাজ পরিচালনা করা হয়।
বিশ্ব মানবাধিকার ও অনুসন্ধানী কার্যক্রম নিয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি পরিচালিত হচ্ছে।

আমাদের সাথে যুক্ত হতে চাইলেঃ-

অনলাইন সমুহঃ-

ওয়েবসাইটঃ http://www.whrcrs.com/
ফেসবুকঃ https://www.facebook.com/
পেজঃ https://www.facebook.com/Humanity-Page-100162809282481/?ref=pages_you_manage
https://www.facebook.com/profile.php?id=100078111235371
https://www.facebook.com/search/top?q=smuzzal2u
https://www.facebook.com/search/top?q=prokash.tv

কেন্দ্রীয় কার্যালয়ঃ
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি
কেন্দ্রীয় কমিটি,বাংলাদেশ।
ঠিকানাঃ-৩৭৬ পূর্ব রামপুরা(৩য় তলা)ডিআইটি রোড,ঢাকা-১২১৯
ফোন নং 01711353686,01712090646

ফেসবুক পেইজে আমরা